চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ছয় মাসে ১৯ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

ছয় মাসে ১৯ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

কুয়েত প্রতিনিধি

২৯ জুলাই, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

কুয়েত থেকে গত ছয় মাসে বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি প্রবাসীকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। এসব প্রবাসীরা দেশটিতে অবৈধভাবে বসবাস, শ্রম আইন লঙ্ঘন, মাদকের সঙ্গে জড়িয়ে পড়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

 

ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী এবং পুরুষ উভয় রয়েছে, যাদের কেউ পুনরায় ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবেন না।

 

রবিবার (২৭ জুলাই) স্থানীয় গণমাধ্যম আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে কুয়েতের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছিল। অভিযানে আটককৃতদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াটি দ্রুত শেষ করা হয়।বেশিরভাগ বহিষ্কৃত ব্যক্তি তাদের গন্তব্য এবং ফ্লাইটের প্রাপ্যতার ওপর নির্ভর করে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ে।

 

প্রতিবেদনে আরো বলা হয়, বহিষ্কৃতদের আঙুলের ছাপ (বায়োমেট্রিক) সংগ্রহ করা হয় এবং তাদের নাম স্থায়ীভাবে ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়। ফলে তারা আগামীতে আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না।

 

অভিযানে আটককৃতদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াটি দ্রুত শেষ করা হয়।বেশিরভাগ বহিষ্কৃত ব্যক্তি তাদের গন্তব্য এবং ফ্লাইটের প্রাপ্যতার ওপর নির্ভর করে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন