চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্র সমঝোতা, আমেরিকায় পণ্য রপ্তানিতে ১৫% শুল্ক

বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্র সমঝোতা, আমেরিকায় পণ্য রপ্তানিতে ১৫% শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্য দিয়ে বিশ্বের দুই বড় অর্থনৈতিক অংশীদারের মধ্যে মাসব্যাপী চলা অচলাবস্থার অবসান হলো।

 

স্কটল্যান্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েনের মধ্যকার আলোচনায় সব ইইউ পণ্যে ১৫ শতাংশ শুল্কের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

 

এর আগে ট্রাম্প ৩০ শতাংশ আমদানি করারোপের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শূন্য শতাংশ শুল্ক রেখে ইইউকে তার বাজার যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য উন্মুক্ত করতে হবে।

 

ভন দের লেয়েন চুক্তির প্রশংসা করে বলেছেন, এটি দুই সহযোগীর মধ্যে স্থিতিশীলতা আনবে।

 

ট্রাম্প আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে ও বিশ্ব অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছেন। সূত্র: বিবিসি বাংলা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন