চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

প্রথমবার শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

প্রথমবার শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২৫ | ৯:৫৪ অপরাহ্ণ

কয়েক দশক ধরে কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে এইচআইভি ভাইরাস। তেমন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এইচআইভিতে আক্রান্ত মানেই যেন মৃত্যু। তবে, এবার এসেছে এর কার্যকর ওষুধ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিশ্বের প্রথম এইচআইভি প্রতিরোধী ওষুধ ‘ইয়েজটুগো’ বা ‘লেনাক্যাপাভির’ অনুমোদন দিয়েছে, যা বছরে মাত্র দুবার ইনজেকশনের মাধ্যমে প্রায় শতভাগ (৯৯ দশমিক ৯৯) সুরক্ষা দিতে পারে।

 

ধারণা করা হচ্ছে, এই যুগান্তকারী আবিষ্কার কোটি মানুষের জীবন বাঁচাতে পারবে। এর নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ওষুধটি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে কাজ শুরু করেছে। ইনজেকশন স্বল্পমূল্যে উৎপাদন ও সরবরাহ করতে প্রতিষ্ঠানটি ছয়টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে রয়্যালটিমুক্ত লাইসেন্স চুক্তিও করেছে।

 

‘ক্যাপসিড ইনহিবিটর’ নামে পরিচিত এফডিএ অনুমোদিত ওষুধ ‘লেনাক্যাপাভির’ বর্তমানে বছরে গড়ে ১৩ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ঘটানো এইচআইভি ভাইরাস প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত। ২০২৪ সালে, বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’ এই ওষুধকে ‘বছরের যুগান্তকারী আবিষ্কার’ হিসেবে ঘোষণা করে।

 

ওষুধটি কাজ করে এইচআইভি–১ ভাইরাসের ক্যাপসিড (capsid) প্রোটিন শেলকে লক্ষ্য করে, যা ভাইরাসের জিনগত উপাদানকে রক্ষা করে এবং এটি মানব কোষে প্রবেশ করায়। কোষে ঢোকার পর ক্যাপসিডটি খসে পড়ে এবং ভাইরাস বংশবৃদ্ধি শুরু করে। এই প্রক্রিয়াটি প্রতিরোধ করে ক্যাপসিড ইনহিবিটর।

গিলিয়াডের চেয়ারম্যান ও সিইও ড্যানিয়েল ওডে বলেন, ‘এইচআইভির বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ে এক ঐতিহাসিক দিন আজ। এটি এইচআইভি মহামারি শেষ করার বাস্তব সম্ভাবনা তৈরি করেছে। এই ওষুধ বছরে মাত্র দুবার নিতে হয় এবং ক্লিনিক্যাল স্টাডিতে এর ফলাফল চমকপ্রদ।’

এফডিএ গত ১৮ জুন এই ওষুধের অনুমোদন দেয়। তবে, ২০২২ সালে লেনাক্যাপাভির প্রথম অনুমোদন পায় সানলেনক ব্র্যান্ড নামে, তখন তা ছিল শুধু সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন