চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
ছবি: এএফপি

ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৫ | ১:৪৯ অপরাহ্ণ

সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে ৫টির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান।

 

ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে ভারত নাকি পাকিস্তান, কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।

 

ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন, ‘প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’

 

পাকিস্তান দাবি করছে, তারা আকাশে যুদ্ধে ভারতের ৫টি বিমান ভূপাতিত করেছে।

 

মে-র শেষের দিকে ভারতের শীর্ষ জেনারেল বলেছিলেন, সংঘাতের প্রথম দিন আকাশে ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর তারা কৌশল বদলে ফেলেছিলেন এবং তিনদিন পর অস্ত্রবিরতি ঘোষিত হওয়ার আগে তারা ভালো অবস্থানে চলে গিয়েছিলেন।

 

নয়াদিল্লিও পাকিস্তানের ‘কিছু বিমান’ ভূপাতিত করার দাবি করেছে। ইসলামাবাদ কোনো বিমান হারানোর কথা অস্বীকার করলেও বলেছে, তাদের একাধিক বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ওই অস্ত্রবিরতি তার জন্যই হয়েছে বলে ট্রাম্প বারবারই দাবি করে আসছেন। ওয়াশিংটন দুই পক্ষের সঙ্গে আলোচনা করার পর ১০ মে রিপাবলিকান এ প্রেসিডেন্টই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ভারত-পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেন।

 

ট্রাম্পের এ ভাষ্যের সঙ্গে দ্বিমত আছে ভারতের। মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ এবং বাণিজ্য আলোচনা ছিন্নের হুমকিতে এ অস্ত্রবিরতি হয়নি বলেই তাদের ভাষ্য।

 

নয়া দিল্লির চাওয়া হচ্ছে, ইসলামাদের সঙ্গে তাদের বিরোধের মীমাংসা দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনায় হবে, এবং এতে বাইরের কারও হস্তক্ষেপ চলবে না।

 

এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে, অন্যদিকে পাকিস্তান ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, লিখেছে রয়টার্স।

 

এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরে ‘জঙ্গি হামলায়’ ২৬ জন নিহত হওয়ার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চরমে ওঠে।

 

ভারত পেহেলগামে ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। কিন্ত ইসলামাবাদ সেই দায় অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়।

 

ওয়াশিংটন ওই হামলার নিন্দা জানালেও তারা এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেনি। তবে সম্প্রতি তারা টিআরএফকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় ঢুকিয়েছে।

 

লস্কর-ই-তৈয়বার এ শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টই (টিআরএফ) এপ্রিলে কাশ্মীরে ওই হামলা চালিয়েছিল বলে দাবি ভারতের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন