চট্টগ্রাম রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ কাল

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

 

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যার পর দেশটির রাজকীয় আদালত চাঁদ দেখার সংবাদ জানিয়েছে।

 

এর আগে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান, ফিলিপাইন, ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা দেয়। কারণ, এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

 

সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হয় এবং তার পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। সেই হিসেবে দেশে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। তবে রবিবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

 

উল্লেখ্য, ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবম মাস হলো রমজান। আর ১০তম মাস শাওয়াল, যার প্রথম দিন সারা বিশ্বেই ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। আরবি শব্দ শাওয়ালের ভাষান্তর দাঁড়ায়, রোজা ভাঙার উৎসব।

 

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বেই মুসলিমরা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মাসের প্রথম দিন ঈদ উৎসব উদযাপন করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন