পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় তিন সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) নোশকি এলাকার কাছে কোয়েটা-তাফতান মহাসড়কে হামলার এ ঘটনাটি ঘটেছে, এতে আরও প্রায় ৪০ জন সেনা আহত হয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে দুইজন বেসামরিক বলে জানিয়েছে তারা। এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে বলেন, পাঁচটি মৃতদেহ ও তিন ডজনেরও বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছে।
পরে মরদেহগুলো ও আহতদের হেলিকপ্টারযোগে কোয়েটা পাঠানো হয়। আহতদের কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান চলাকালে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানের এই বিদ্রোহী গোষ্ঠীটি গত সপ্তাহে কোয়েটা থেকে ছেড়ে আসা চার শতাধিক যাত্রীবাহী একটি এক্সপ্রেস ট্রেন ছিনতাই করে ৩৬ ঘণ্টা আটকে রেখেছিল। তাদের হামলা ও পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে ২৩ সেনা, ট্রেনটির চালকসহ রেলওয়ের তিন কর্মী ও পাঁচ যাত্রী নিহত হন।
নিরাপত্তা বাহিনী এই ঘটনায় ৩৩ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে।
পূর্বকোণ/ইব