চট্টগ্রাম শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মার্কিন কৃষিপণ্যের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধি চীনের

অনলাইন ডেস্ক

৪ মার্চ, ২০২৫ | ৮:৪৮ অপরাহ্ণ

মার্কিন আমদানি পণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। বেইজিংয়ের মঙ্গলবার (৪ মার্চ) দেওয়া ওই ঘোষণায় বলা হয়, মুরগি, শূকর, সয়াবিন, গরুর মাংসসহ গুরুত্বপূর্ণ মার্কিন পণ্য তাদের শুল্কের তালিকায় রয়েছে। পাশাপাশি, মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

চীনা বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে। এটি আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে। তবে ইতোমধ্যে চালান হয়ে যাওয়া পণ্য আগামী ১২ এপ্রিল পর্যন্ত শুল্কের আওতা মুক্ত থাকবে।

 

চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিলো বেইজিং। মার্কিন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। একইদিন কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্কও কার্যকর হচ্ছে।

 

চীনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত মুরগি, গম, ভুট্টা এবং তুলার ওপর বাড়তি ১৫ শতাংশ এবং সয়াবিন, শূকর ও গরুর মাংস, সামুদ্রিক খাদ্য, ফলমূল ও শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এছাড়া একইদিন, ১০টি নতুন মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত তালিকায় রেখেছে বেইজিং। এসব প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। এছাড়া, এসব প্রতিষ্ঠান চীনে নতুন কোনও বিনিয়োগ করতে পারবে না।

 

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রফতানি নিয়ন্ত্রণ তালিকায় ১৫টি মার্কিন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার হুমকি তৈরির শঙ্কা থাকায় তাদের সঙ্গে দ্বৈত ব্যবহারযোগ্য দ্রব্য রফতানি নিষিদ্ধ করা হল।

অবশ্য এবার আগের মতো কেবল লাগামহীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলায় নামবে না কোনও পক্ষই, ধারণা বিশেষজ্ঞদের। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক অধ্যাপক সান শেংঘাও বলেছেন, দুপক্ষই এবার সংযম প্রদর্শন করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র আসলে সমঝোতা করতে আগ্রহী। এখনকার পরিস্থিতি খুব একটা অনুকূল না হলেও, এটা সম্ভব যে,ভবিষ্যতে চীন ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট