যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে।
পুলিশ কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি মরদেহ উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি। অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে।
ইউএস ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে তাকে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তী সময়ে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত বিমানটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে। বিমানটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি।
বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টরটিতে তিন সেনাসদস্য ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার পর সৈন্যদের অবস্থা এখনও অজানা। তবে হেলিকপ্টারে কোন সিনিয়র কর্মকর্তা ছিলেন না।
জয়েন্ট টাস্ক ফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মিডিয়া চিফ সিবিএস নিউজকে বলেছেন, ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। হেদার চেয়ারেজ আরও বলেছেন, এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের ১২তম এভিয়েশন ব্যাটালিয়ন বি কোম্পানির অন্তর্গত।
পূর্বকোণ/মাহমুদ