চট্টগ্রাম শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ভারতের মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৫ | ৮:৩৬ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন শ্রমিক নিহত এবং ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এক অনুষ্ঠানে বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে বলেছেন, ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক।

 

তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানান।

 

বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ১২ জনের বেশি শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসাবশেষ সরানোর জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোলটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, দূর থেকে কারখানার উপর দিয়ে ঘন ধোঁয়া উঠছে।

 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। প্রয়োজনে মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন