যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি সরকারের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগের মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার বিষয়টি রয়েছে।
এছাড়া বাংলাদেশের ৯টি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও তথ্য চেয়েছে।
যদিও টিউলিপ ফ্ল্যাট নিয়ে তথ্য লুকানোর বিষয়টি অস্বীকার করেছেন। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তিনি এসব বিষয়ে সরকারি তদন্তের আহ্বান জানান। তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসকে একটি চিঠিও লেখেন তিনি।
চিঠিতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে তিনি বলেন যে, ‘স্পষ্ট করে বলছি যে আমি ভুল কিছু করিনি।’ এরপর প্রধানমন্ত্রী স্টারমার বলেন যে, টিউলিপের ওপর তার আস্থা আছে এবং নিজের ব্যাপারে তদন্ত চেয়ে টিউলিপ সঠিক কাজটি করেছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ