বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ ২০২৪ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
গত শুক্রবার বাহরাইন আলবা ক্লাব মাঠে যৌথভাবে ম্যাচটি আয়োজন করে বাংলাদেশ দূতাবাস বাহরাইন ও বাহরাইন ক্রিকেট ফেডারেশন।
শত শত প্রবাসী বাংলাদেশি, বাহরাইনি এবং বিদেশি দর্শক ম্যাচটি উপভোগ করেন। বাহরাইনে মাটিতে এটা ছিল ভিন্নধর্মী আয়োজন। যা ইতিপুর্বে কখনো বাহরাইনে দেখা যায় নি। বাংলাদেশ দূতাবাস বাহরাইন চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত সকল প্রবাসী ও বিদেশি সকল অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশ ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী ৫০ বছর এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস একইদিনে বাহরাইনের জাতীয় দিবস এই দিনটিকে তাৎপর্যপূর্ণ এবং ভিন্নভাবে উদযাপনের লক্ষ্যে এই ম্যাচটি আয়োজন করা হয়েছে।
ম্যাচটি উপভোগ করার জন্য আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান ও পেসিফিক বিষয়ক রাষ্ট্রদূত মিসেস মুনিরা নোফাল আল দোসেরি,বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মোঃ হুসেন জানহি। আরো উপস্থিত ছিলেন, বাহরাইন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মো. মনসুর কূটনৈতিক মিশনের উপপ্রধান ও কূটনৈতিক কোরের অন্যান্য কর্মকর্তা বাহরাইনের বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন,বাহরাইন ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুর উভয় দলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন যেখানে উভয় দলের হাতের ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেন দুইদলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দল চ্যাম্পিয়ন কাপ জিতে নেন। ম্যাচ শেষে বাংলাদেশ দূতাবাস বাহারাইন ক্রিকেট ফেডারেশনের উভয় দলকে অভিনন্দন জানাই বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বন্ধন আরো মজবুত করতে ভবিষ্যতে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পূর্বকোণ/এএইচ