চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৪ | ২:০৩ অপরাহ্ণ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। একইসঙ্গে তিনি ইয়েমেনে হুতিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

 

সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের এক সম্মাননা অনুষ্ঠানে বিষয়টি স্বীকার করেন। রয়টার্স লিখেছে, এই স্বীকারোক্তি ফের ইরানের সঙ্গে তাদের আঞ্চলিক শত্রু ইসরায়েলের উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করল।

 

গাজা যুদ্ধ ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলি সেনাদের সম্মানে আয়োজিত ওই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে কাটজ বলেন, এই দিনগুলোতে যখন হুতি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন আমার বক্তব্যের শুরুতেই আমি পরিষ্কারভাবে তাদের একটি বার্তা দিতে চাই; আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছি, আমরা সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটিয়েছি, আমরা শয়তানের অক্ষে প্রচণ্ড আঘাত হেনেছি; আর আমরা ইয়েমেনের হুতি সন্ত্রাসী সংগঠনকেও মারাত্মক আঘাত করব, যারা অবশিষ্ট হিসেবে এখনও দাঁড়িয়ে আছে।

 

কাটজ আরও বলেন, ইসরায়েল তাদের কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত করবে এবং তাদের নেতাদের শিরশ্ছেদ করবে- যেমন আমরা করেছি হানিয়া, সিনওয়ার এবং নাসরাল্লার ক্ষেত্রে তেহরান, গাজা ও লেবাননে- আমরা হোদেইদাহ ও সানায়ও তাই করবো।

 

ইসরায়েলের ওপর একটি নৌ অবরোধ কার্যকর করার চেষ্টায় ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি এক বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও সংলগ্ন জলপথে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এমনটি করছে বলে দাবি হুতিদের।

 

জুলাইয়ের শেষ দিকে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা হানিয়াকে তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। কিন্তু ওই সময় ইসরায়েল হানিয়া হত্যার দায় সরাসরি স্বীকার বা অস্বীকার কোনটিই করেনি। এর কয়েক মাস পরে হানিয়ার পর হামাসের শীর্ষ নেতা নির্বাচিত হওয়া ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় হত্যা করে ইসরায়েলি বাহিনী।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন