চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিবৃতি দিলেন বাশার আল-আসাদ

অনলাইন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৮ অপরাহ্ণ

বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিবৃতিটি সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়।

 

সোমবার (১৬ ডিসেম্বর) মস্কো থেকে টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে সিরিয়া এখন ‘সন্ত্রাসবাদের হাতে’ চলে গেছে বলে উল্লেখ করা হয়েছে।

 

আসাদ বলেন, আমি কখনো ব্যক্তিগত লাভের জন্য পদ চাইনি। আমি সর্বদা নিজেকে সিরিয়ার জনগণের বিশ্বাস দ্বারা সমর্থিত একজন জাতীয় অভিভাবক হিসাবে বিবেচনা করেছি। জনগণের ইচ্ছাশক্তি ও রাষ্ট্রকে রক্ষা করার, প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার এবং তাদের পছন্দগুলোকে শেষ মুহূর্ত পর্যন্ত বহাল রাখার জন্য অটুট প্রত্যয় আমার রয়েছে।

 

আরবি ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত বিবৃতিতে ৮ ডিসেম্বর কী ঘটেছিল এবং কীভাবে তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল, তারও বর্ণনা দিয়েছেন সিরিয়ার সাবেক এ নেতা।

 

বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমানঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয়। তখন ওই ঘাঁটি ত্যাগ করার কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত (আমাকে) রাশিয়ায় সরিয়ে নিতে ঘাঁটির কমান্ডকে অনুরোধ জানায় মস্কো। দামেস্কের পতনের একদিন পর এ ঘটনা ঘটে।

 

আসাদ বলেন, রাষ্ট্র যখন সন্ত্রাসবাদের হাতে পড়ে এবং অর্থবহ অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায়, তখন যে কোনো অবস্থানই উদ্দেশ্যহীন হয়ে পড়ে আর দখলদারিত্বকে অর্থহীন করে তোলে। এটি কোনোভাবেই সিরিয়া ও জনগণের প্রতি আমার গভীর অনুভূতিকে কমিয়ে আনবে না। সিরিয়া আবারও মুক্ত ও স্বাধীন হবে বলেও বিবৃতিতে আশা করা হয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট