বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন।
অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁরা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।
মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন।
মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, এরপর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। এ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।
বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘুষের বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তারা যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন (বিনিয়োগ) সংগ্রহ করতে চেয়েছিলেন।
আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবিদের তালিকা প্রকাশ করা হয়নি। তার কোম্পানি দ্য আদানি গ্রুপের নামে পাঠানো একটি ই-মেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে।
আদানি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ক্ষমতার কলকাঠি নাড়েন। ১৯৯০’র দশকে কয়লার ব্যবসায় তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। আদানি গ্রুপ, প্রতিরক্ষার সাজসরঞ্জাম থেকে শুরু করে, রাস্তা নির্মাণ, এমনকী ভোজ্য তেল বিক্রিসহ ভারতীয় জীবনের বিভিন্ন দিকে সম্পৃক্ত থেকেছে।
সাম্প্রতিক বছরগুলিতে , আদানি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বড় রকমের পদক্ষেপ গ্রহণ করেন, যেখানে তিনি টেকসই সমৃদ্ধির দর্শনকে তুলে ধরেন যার প্রতিধ্বণি শোনা যায় তাঁর এই শ্লোগানে , “গ্রোথ উইথ গুডনেস”।
গতবছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনে যে তিনি ও তাঁর কোম্পানি, নির্লজ্জভাবে নিজ উদ্দেশ্য সাধনের জন্য স্টক ব্যবহার করেছেন” এবং “ হিসাবে জালিয়াতি” করেছেন। আদানি গ্রুপ এই সব অভিযোগকে “ বিদ্বেষ প্রসূত এবং বাছাইকৃত কিছু ভিত্তিহীন অপতথ্যের সমন্বয়ে গঠিত বানোয়াট অভিযোগ” বলে অভিহিত করে।
যে প্রতিষ্ঠানটি নিয়ে প্রশান উঠছে সেটি হচ্ছে শর্ট সেলার , ওয়ালস্ট্রিটের টিম সেই সব ব্যবসায়ীদের বলে যারা বিশেষ কিছু স্টকের দাম কমিয়ে দেয় এবং তারা আদানি গোষ্ঠির ক্ষেত্রে এ ধরণের বিনিয়োগ করেছে।
পূর্বকোণ/এএইচ