চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম ও ৩য় স্থান অর্জন দুই বাংলাদেশি হাফেজের

কুয়েত প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৪ | ৭:৫১ অপরাহ্ণ

কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ১৩ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭৪টি দেশের মধ্যে প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছে দুই বাংলাদেশি হাফেজ।

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ছোট গ্রুপে ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রসার ছাত্র- হাফেজ আনাস মাহফুজ প্রথম স্থান অর্জন করছে। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের উদীয়মান ক্বারী আবুজর গিফারী।

বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে ধর্ম মন্ত্রণালয় ও আইন মন্ত্রী ডক্টর ইব্রাহীম ওসামী, ধর্ম মন্ত্রণালয়ের প্রথম সচিব ডক্টর বদর আল হিজরত সহ কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ১ম স্থান ও ৩য় স্থান বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানান।

কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা।

বিদেশের মাটিতে বাংলাদেশিদের এই অর্জন অন্যান্য দেশের নাগরিকদের কাছে বাংলাদেশের সুনাম বৃদ্ধি ও মুখ উজ্জ্বল করেছে বলে মনে করেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা।

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন