চট্টগ্রাম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

লেবাননে শেষ দুমাসেই নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪ | ২:৩১ অপরাহ্ণ

জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়।

জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, শুধু গত দুমাসেই দুই শতাধিক শিশু নিহত হয়েছে। এই ভয়াবহতা সকলের কাছে অগ্রহণযোগ্য।

তিনি এই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যারা কিছুটা হলেও সংবাদমাধ্যমের খবর অনুসরণ করেন, তারা জানেন এর জন্য কারা দায়ী।

এল্ডার বলেছেন, লেবানন এবং গাজার যুদ্ধের মধ্যে মিল রয়েছে, যেখানে ইসরাইল- হামাসের মধ্যে ১৩ মাস বয়সী যুদ্ধে নিহত ৪৩ হাজারের এরও বেশি লোকের একটি উল্লেখযোগ্য অংশ শিশু।

ইউনিসেফ শিশুদের মনোসামাজিক সহায়তা এবং যুদ্ধ থেকে পালিয়ে আসা লক্ষাধিক শিশুকে চিকিৎসা সরবরাহ করে আসছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট