চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

গোপালগঞ্জের তিনজনসহ ৮ বাংলাদেশি গ্রেপ্তার পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৪ | ২:৫১ অপরাহ্ণ

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের বাড়ি গোপালগঞ্জে। বুধবার (১৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- বাবলু শেখ, ফারুক শেখ, আলি শেখ। তাদের সবার বাড়ি গোপালগঞ্জে। খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।

 

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈধ-অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছেন- এমন অভিযোগের ভিত্তিতে দেশটির অন্তত ১৭ জায়গায় মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালায়। এর মধ্যে পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় অভিযান চালানো হয়। এ সময় দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দোসরকে গ্রেপ্তার করে ইডি। অনুপ্রবেশ ও মানবপাচারে সহায়তার অভিযোগে কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকরা হলেন- রনি মণ্ডল ও সামির চৌধুরী এবং ভারতীয় নাগরিক হলেন- পিন্টু হালদার। একটি এফআইআরের ভিত্তিতে চলতি বছরের ৪ জুনের করা মামলায় অভিযানটি চালানো হয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন