চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ট্রাম্প বিজয়ী হওয়ায় পুরুষদের সঙ্গে বিয়েতে ‘না’ মার্কিন নারীদের

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২৪ | ৩:৪৪ অপরাহ্ণ

ডোনাল্ড ট্রাম্পের নতুন করে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের অনেক নারী। দেশটির হাজার হাজার নারী বলছেন, পুরুষদের ভোটের কারণে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে পেরেছেন। আর এর প্রতিবাদে ‘৪বি’ নামের একটি আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অনেকে।

 

এ আন্দোলনের মূল লক্ষ্য হলো পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক, সম্পর্ক বা বিয়েতে ‘না’ বলা এবং সন্তানের জন্ম দেওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া। আন্দোলনকারীরা বিশ্বাস করেন, পুরুষতন্ত্রের দ্বারা শাসিত সমাজে নারীদের স্বাধীনতা এবং অধিকার যেন ক্রমশ সংকুচিত হচ্ছে এবং তারা এই অবস্থার পরিবর্তন করতে চান।-আল জাজিরা

 

নারীদের ৪বি আন্দোলনের মূল স্লোগান হলো- ‘বয়কটিং বয়’ বা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক, বিয়ে পরিত্যাগ করার পাশাপাশি সন্তান ধারণের বিরোধিতা করা। আন্দোলনকারীদের মতে, পুরুষদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এর বিরুদ্ধে একত্রিত হয়ে তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার।

 

৪বি আন্দোলনের জন্ম দক্ষিণ কোরিয়ায়। ‘মিটু’ আন্দোলনের পর সেদেশে দেখা গিয়েছিল এহেন আন্দোলন। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল দাবি করেন, এই আন্দোলনের জেরে নর-নারীর ‘সুস্থ’ সম্পর্ক বাধাপ্রাপ্ত হচ্ছে। পরবর্তী সময়ে সেদেশের জন্মহার কমে যাওয়ায় প্রমাণিত, প্রেসিডেন্টের দাবি কতটা নির্ভুল ছিল। আর সেই আন্দোলন থেকেই অনুপ্রাণিত হয়ে এবার যুক্তরাষ্ট্রেও একই ধরনের প্রতিবাদে শামিল মার্কিন নারীদের একাংশ।

 

কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইতিহাস তৈরি হতো। প্রথম নারী প্রেসিডেন্ট পেতো যুক্তরাষ্ট্র। যদিও ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করা হলো না তার। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন তিনি।

 

এই হারে বেজায় চটেছেন মার্কিন নারীদের একাংশ। তাদের দাবি, এবারের নির্বাচনের ফলাফল বুঝিয়ে দিয়েছে তাদের মতামত কোন গুরুত্বই পায় না। এক্স হ্যান্ডলে এক আন্দোলনকারীর দাবি, নিজেদের শরীরটা পুরুষকে দেওয়াটা আমাদের সিদ্ধান্ত। আমরা এটায় রাজি হবো না।

 

যদিও এই আন্দোলনের বিরোধিতায় আবার শামিল হয়েছেন নারীদেরই একাংশ। একে নেহাতই সোশাল মিডিয়ার ট্রেন্ড বলে দাবি করছেন তারা। এক নেটিজেন মার্কিন নারীকে এক্স হ্যান্ডলে লিখতে দেখা গিয়েছে, একজন পুরুষও আপনাদের সঙ্গে শুতে না পেরে নিজেদের ঘুম বিসর্জন দেবেন না। একজনও নয়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন