চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবেন কমলা, ট্রাম্প চান ‘মার্কিন স্বপ্ন’ ফেরাতে

আন্তর্জাতিক ডেস্ক

৪ নভেম্বর, ২০২৪ | ১২:০০ অপরাহ্ণ

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে, নিজের শেষ সমাবেশে ‘আমেরিকানদের স্বপ্ন’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নর্থ ক্যারোলিনার শার্লট শহরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ‘অস্থিতিশীল এবং ক্ষমতার অপব্যবহারের ঝোঁক থাকা একজন’ হিসেবে উল্লেখ করেছেন। হ্যারিস বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার ‘শত্রু তালিকা’র ওপরই মনোযোগ দেবেন। তিনি ভিন্নমত পোষণকারীদের শত্রু মনে করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হ্যারিস একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে ১০ কোটিরও বেশি আমেরিকানের জন্য কর কমানো, খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আইন প্রণয়ন এবং সবার জন্য আবাসনের ব্যবস্থা করা। হ্যারিস বলেন, আমার প্রধান অগ্রাধিকার হচ্ছে জীবনযাত্রার খরচ কমানো।

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গে হ্যারিস বলেন, আমরা সবাই চাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হোক এবং বন্দীরা ঘরে ফিরে আসুক। তিনি প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই বিষয়গুলোতে সর্বোচ্চ চেষ্টা করবেন। নারী অধিকার নিয়েও হ্যারিস তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, এই নির্বাচন মূলত স্বাধীনতার জন্য সংগ্রাম, যাতে নারীরা তাদের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই নির্বাচনে আপনারাই পার্থক্য গড়ে দেবেন।

 

এদিকে, নর্থ ক্যারোলিনার গ্রিনসবরো শহরে শনিবার ডোনাল্ড ট্রাম্পের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই রাজ্যটি ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিল। সমাবেশে প্রায় ৯০ মিনিটের ভাষণে ট্রাম্প ‘আমেরিকানদের স্বপ্ন’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, যেকোন দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আমি করেছি। তিনি তার ভাষণে ‘ভুয়া সংবাদ’ নিয়ে সমালোচনা করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন।

 

আসন্ন নির্বাচনকে ‘মুক্তির দিন’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, আমেরিকা এখন একটি অধিকৃত দেশ। তিনি বলেন, যদি তিনি আবার ক্ষমতায় আসেন, তাহলে মুদ্রাস্ফীতি দ্রুত কমানোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং কমলার ‘আমেরিকান জ্বালানির বিরুদ্ধে যুদ্ধ’ বন্ধ করবেন।

 

জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, যখন আপনি অনেক এগিয়ে থাকেন, তখনও একটু ব্যবধানে হেরে যেতে পারেন। তিনি জনতাকে বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ এখন আপনার হাতে। আপনি কমলাকে জানাবেন, আপনাদের ধৈর্য শেষ, আপনি (কমলা) দেশের ক্ষতি করেছেন। কমলা, আপনি বরখাস্ত। 

 

সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণের জন্য দাঁড়ালেও তিনি তা কিছুটা দীর্ঘ করেন। তিনি বলেন, আমি আপনাদের কিছুটা বিরক্ত করছি, আপনারা আমাকে আধঘণ্টার মধ্যে যেতে দেবেন না। ট্রাম্প আরও বলেন, আমি এখান থেকে তড়িত প্রস্থান করতে পারতাম, হয়তো বা এটাই করে ফেলতাম। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বলে স্লোগান দিয়ে হয়তো বা জনতার উল্লাসে মিশে যেতাম। অথবা বাড়িতে ফিরে এখনই ঘুমিয়ে পড়তাম।

 

এমন অতি সাধারণ কথা দিয়েই সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি তার ভাষণের শেষাংশে বলেন, আমরা আক্রমণ করবো না, আমরা দখল করবো না। সর্বশেষ ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা জোর করে জয়ী হবো না।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন