চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের হুমকি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৪ | ৮:২০ অপরাহ্ণ

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করার হুমকি দিয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শুক্রবার (১৮ অক্টোবর) এ ঘোষণা দেয় তারা।

 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার প্রধান হোতা সিনওয়ার বুধবার গাজায় ইসরায়েলের অভিযানে নিহত হন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা। এ ঘটনাকে ইসরায়েলের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন বিশ্ব নেতারা

পশ্চিমা নেতারা বলেছেন, এই হামলার ঘটনার পর গাজায় যুদ্ধ অবসানের পথ খুলবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। হামাস জিম্মি করে রাখা ইসরায়েলিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি আরও বলেন, আজ আমরা যোগ্য প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি।

চলতি বছরের জুলাইয়ে তেহরানে রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ারই হয়ে উঠেছিলেন হামাসের অন্যতম জ্যেষ্ঠ নেতা।

রয়টার্স জানায়, সিনওয়ারকে গতবছরের ৭ অক্টোবরের ‘গণহত্যা ও নৃশংসতার’ মূল পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করে ইরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বুধবার সেনারা তাকে হত্যা করেছে।

পশ্চিমারা যুদ্ধবিরতির আশা করলেও সিনওয়ারের মৃত্যু মধ্যপ্রাচ্যে শত্রুতা বাড়িয়ে তুলতে পারে বলে জানায় রয়টার্স।

এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসে থাবেত আমোর নামের এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়টার্সকে বলেছেন, ফিলিস্তিনিদের লড়াই অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন