চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ

ভারতের বৃহৎ শিল্প গোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়াম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা। শুক্রবার ( ১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিবি বলছে, ২০০০ দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল টাটা ব্যবসায়ীক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

নোয়েল ঘড়ি কোম্পানি টাটা স্টিল ও  টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মায়ের নাম সিমোনে টাটা। ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা। সিমোনে টাটা ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান

 

কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে টাটার ১৪টি ট্রাস্টের সবগুলোর কার্যক্রম পরিচালনা করে টাটা ট্রাস্ট।

 

রতন টাটার ছোট ভাই জিমি টাটা তাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত নন। তিনি দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্টে থাকেন আর সাধারণ জীবনযাপন করেন।

 

রতন টাটা বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি ফার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন রতন টাটা।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন