চট্টগ্রাম সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চিকিৎসায় নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রভকুন

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৪ | ৩:৫১ অপরাহ্ণ

এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ভিক্টোর এমব্রস ও গ্যারি রভকুন। অতিক্ষুদ্র মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণের এর ভূমিকার ওপর আলো ফেলার স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের এই দুই গবেষক চিকিৎসায় নোবেল পুরষ্কারে ঘোষিত হলেন।

 

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। সুইডেনের রাজধানী স্টকহোমের কারোলিনিস্কা ইন্সটিটিউটে সোমবার (৭ অক্টোবর) তাদের নাম ঘোষণা করা হয়।

 

গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান। তাদের গবেষণার মধ্য দিয়ে এমআরএনএ ভ্যাকসিন তৈরির পথ সুগম হয়েছিল। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমআরএনএ ভ্যাকসিন।

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন