চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মুম্বাইয়ে আগুনে পুড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৬ অক্টোবর, ২০২৪ | ২:২৭ অপরাহ্ণ

ভারতের মুম্বাই শহরে আগুনে পুড়ে শিশুসহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। একটি দোতলা বাড়ির নিচতলায় আগুন লাগার পর তা দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়লে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

 

রবিবার (৬ অক্টোবর) ভারতের টেলিভিশন চ্যানেল নয়াদিল্লি টেলিভিশন (এনডিটিভি) এ খবর জানায়।

 

খবরে বলা হয়, রবিবার ভোর ৫টার দিকে মুম্বাই শহরের চেম্বার্স সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়ির নিচতলার এক দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য সামগ্রীতে ছড়িয়ে পড়ে।

 

পরবর্তীতে তা দোতলায় ছড়িয়ে পড়লে একই পরিবারের সাতজন দগ্ধ হন। এর মধ্যে শিশুও রয়েছে। আগুনে দগ্ধ অবস্থায় সবাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন