চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

লেবাননে রাতভর ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

৩ অক্টোবর, ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য বৈরুতসহ একাধিক এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৪৬ জন লেবানিজ। আহত হয়েছেন ৮৫ জন।

 

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

 

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়। হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে প্রায়শই।

 

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এর পর থেকে সংঘাতের তীব্রতা বেড়েছে।

 

গত কয়েকদিনে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। সবশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে।

 

লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজার ৯১৯ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৯ হাজার ২১৯ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট