ইরানের সামরিক বাহিনী এই উপসংহারে পৌঁছেছে যে গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্তের প্রধান কারণ ছিল আবহাওয়া পরিস্থিতি। যাতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রবিবার জানায় যে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দুর্ঘটনার বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে রাইসি এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা আটজনই মারা যান। প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত যাবতীয় নথিপত্রের পাশাপাশি এর ফ্লাইট রেকর্ডারও পরীক্ষা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে যে এতে কোনও ত্রুটি খুঁজে পাওয়া যায়নি এবং হেলিকপ্টারের চলার পথও সঠিক ছিল। এতে এও বলা হচ্ছে যে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। জেনারেল স্টাফের এই চূড়ান্ত মতামত দিয়ে প্রতিবেদনটিতে উপসংহার টানা হয় যে দুর্ঘটনার প্রধান কারণ ছিল বসন্তকালে ওই অঞ্চলের জটিল জলবায়ু এবং বায়ুমণ্ডলীয় অবস্থা, যার মধ্যে আকস্মিক ঘন কুয়াশার কুণ্ডলীর মুখোমুখি হওয়াও অন্তর্ভুক্ত।
পূর্বকোণ/আরআর/পারভেজ