চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পোলিও টিকা দিতে গাজায় ৩ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ

গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য তিনদিনের মানবিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকাজুড়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকে মধ্য গাজায় এই টিকাদান কর্মসূচি চালু করবে জাতিসংঘ। সেদিন থেকেই শুরু হবে এই মানবিক বিরতি।

 

প্রতিবেদনে আরও বলা হয়, তিনদিনে তিন ধাপে গাজার তিনটি অংশে এই টিকাদান কর্মসূচি চলবে। এ সময়কালে ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮ ঘণ্টা যুদ্ধ বন্ধ থাকবে।

 

এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে ইতোমধ্যে গাজায় ১ দশমিক ২৬ মিলিয়ন ডোজ পোলিও টিকা পৌঁছেছে। আনা হবে আরও চার লাখ ডোজ টিকা।

 

গাজায় কয়েক লাখ শিশুকে টিকা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিলেন। এর মধ্যেই গত ২৫ বছরের ভেতর সেখানে প্রথমবারের মতো পোলিও রোগী শনাক্ত হয়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন