চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪

সর্বশেষ:

উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে শিশুসহ নিহত শতাধিক

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুলাই) এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও তিন শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা সভা বা ‘সৎসঙ্গ’ চলাকালে কয়েকশ’ মানুষের উপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ এবং আহতদের নিয়ে আসার সময় স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

জেলা প্রশাসক আশীষ কুমার জানিয়েছেন, পদদলনের ঘটনাটি হাতরাস জেলার সিকান্দ্রা রাও থানার ফুলরাই গ্রামে ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে। এটি একটি বেসরকারি আয়োজনের অনুষ্ঠান ছিল এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অনুমতিতে এটি অনুষ্ঠিত হয়। প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে অন্যান্য ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকেই করা হয়েছিল।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট