চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আজ আন্তর্জাতিক এমএসএমই দিবস

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ

আজ ২৭ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত আজ বাংলাদেশেও দিবসটি পালন করা হবে।

জাতিসংঘের হিসাবে বিশ্বব্যাপী ব্যবসার ৯০ ভাগ, কর্মসংস্থানের ৬০-৭০ ভাগ ও জিডিপির ৫০ ভাগ এমএসএমই খাতের অবদান। বাংলাদেশের ক্ষেত্রে ব্যবসার প্রায় ৯৯ ভাগ ও কর্মসংস্থানের প্রায় ৮০ ভাগ হলেও জিডিপিতে এ খাতের অবদান এখনো তুলনামূলক কম। তবে বর্তমান সরকারের উদ্যোক্তাবান্ধব নীতিমালা এবং কর্মসূচির কারণে দেশে উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নে অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। এসএমই ফাউন্ডেশন সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন