চট্টগ্রাম শনিবার, ২৯ জুন, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৪ | ১০:৫৬ পূর্বাহ্ণ

আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। সারাবিশ্বে এক সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। প্রতি বছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘প্রমাণ স্পষ্ট : প্রতিরোধে বিনিয়োগ করুন’। দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে দেশেও। কেননা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক সেবন, ব্যবসা ও পাচারের দিক থেকে বাংলাদেশ অন্যতম। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট