চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

সর্বশেষ:

ভারতে যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কায় নিহত ৮, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন, ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নামে ট্রেনের ৮ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ২৫ যাত্রী। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে। খবর এনডিটিভি।

 

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন।

 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা দেয়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ জন আহত। সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বের করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে।

 

শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন