চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানে দেখা গেছে জিলহজের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

৭ জুন, ২০২৪ | ১০:০৬ অপরাহ্ণ

পাকিস্তানে দেখা গেছে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। ফলে দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (৭ জুন) পাকিস্তানের রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

 

পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পেশোয়ার, কোয়েটার আঞ্চলিক চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

 

ঈদুল আজহা উদযাপিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এই জিলহজের চাঁদ ওঠার ওপর নির্ধারিত হয় হজের দিনও। গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন হজের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দেশটিতে ঈদ পালিত হবে ১৬ জুন।

 

সৌদি ও পাকিস্তানে এ বছর ঈদুল ফিতর একই দিনে উদযাপিত হয়েছিল। কিন্তু ঈদুল আজহা একদিন আগে পরে পালিত হতে যাচ্ছে।

 

পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টার পর চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে জিলহজের চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে। ফলে এবার ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে একইদিনে ঈদ উদযাপিত হতে যাচ্ছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন