চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

অনুমোদন ছাড়া হজ করলে ফেরত পাঠানো হবে প্রবাসীকে

আন্তর্জাতিক ডেস্ক

৭ জুন, ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ

আগামী ১৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সে দেশে যাত্রা শুরু করেছেন। হজ পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সৌদি সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। বিশেষ করে সৌদিতে বসবাসকারীদের নিতে হয় অনুমোদন।
সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করে তাহলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে।
এ সময় যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। সৌদির নাগরিক, বাসিন্দা এবং ভ্রমণকারীরাও এই নিয়মের বাইরে নয়। সকলকেই মানতে হবে এই বিধিনিষেধ।
 নিয়মমানুযায়ী আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হচ্ছেন হজযাত্রীরা
মন্ত্রণালয়টি জানায়, হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে সে জন্যই হজের নিয়ম পালনে এসব পদক্ষেপে গুরুত্ব দেয়া হয়েছে। সূত্র: গাল্ফ নিউজ
পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন