চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় মার্কিন হাউজে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

৫ জুন, ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ

ইসরায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাস করেছে ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।

 

এর আগে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এর জেরে এই আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটি। বুধবার (৫ জুন) এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

 

প্রস্তাবটি ২৪৭/১৫৫ ভোটে পাস হয়েছে। রিপাবলিকানদের উত্থাপন করা বিলটিকে ৪২ ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন। কোনও রিপাবলিকানই ‘না’ ভোট দেননি। তবে দুই কর্মকর্তা শুধু ‘প্রেজেন্ট’ ভোট দিয়েছেন।

 

বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে না। তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন