চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নেতানিয়াহু ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৪ | ৫:৩০ অপরাহ্ণ

যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গাজায় হামাসের নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। খবর বিবিসি

 

করিম খান বলেন, বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে উভয় ব্যক্তিই কমপক্ষে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য অপরাধমূলক দায়বদ্ধতা বহন করে।

 

দ্য হেগে অবস্থিত আইসিসি গত তিন বছর ধরে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত করছে এবং সাম্প্রতিককালে হামাসের কর্মকাণ্ডও।

 

মি. নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের সিনিয়র ব্যক্তিদের আইসিসির ওয়ান্টেড তালিকায় যোগদানের সম্ভাবনাকে ‘ঐতিহাসিক অনুপাতের ক্ষোভ’ বলে অভিহিত করেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন