চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

রাজপরিবারে নতুন অতিথি

পূর্বকোণ ডেস্ক

৭ মে, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

ব্রিটিশ রাজ পরিবারে বইছে খুশির হাওয়া। পুত্র সন্তানের মা হলেন ডাচেস অফ সাসেক্স মেগান মর্কেল। বাবা হলেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। সোমবার সকালেই মেগান পুত্র সন্তানের জন্ম দেন বলে জানান প্রিন্স হ্যারি।
ব্রিটিশ রাজ পরিবারের তরফে জানানো হয়েছে, মেগানের সন্তানের ওজন ৩.২কেজি। মা ও পুত্র দুজনেই ভালো আছেন। এই আনন্দের সময়ে পাশে থাকার জন্য রাজ পরিবারের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন ডিউক এন্ড ডাচেস অফ সাসেক্সে। উৎফুল্ল প্রিন্স হ্যারি সংবাদমাধ্যমকে জানান, আমি এই অনন্দের অপেক্ষাতেই ছিলাম।
প্রসঙ্গত, গত বছর ১৯ মে রাজকীয়ভাবে পরিণয়বদ্ধ হন রানি দ্বিতীয় এলিজাবেথ নাতি হ্যারি ও অভিনেত্রী মেগান মর্কেল। এক ব্রিটিশ ম্যাগজিনে প্রকাশিত খবর অনুসারে ম্যাগান ও হ্যারির বিয়ের অনুষ্ঠানের বেশকিছুদিন আগে থেকেই মেগানের মা হওয়ার খবর মিলেছিল। যদিও ব্রিটিশ রাজপরিবারে বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়ার রীতি নেই। তবুও ব্রিটিশ রাজ পরিবারে প্রিন্স হ্যারি বরাবরই নিয়ম ভেঙেছেন। যদিও মেগান ও হ্যারির তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

শেয়ার করুন