চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানে বন্যায় তিন শতাধিক মৃত্যু, ব্যাপক অর্থনৈতিক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২৪ | ১০:৪২ অপরাহ্ণ

মৌসুমি বৃষ্টির বন্যায় আফগানিস্তানে তিন শতাধিক মানুষ মারা গেছেন। শনিবার (১১ মে) জাতিসংঘের খাদ্য সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে । যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানায়।

আফগানিস্তানে জলবায়ু সংকটের জন্য তাৎক্ষণিক সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেন আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট ।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে বন্যায় ৩১১ জনের প্রাণহানির হয়েছে । বন্যায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিস্কুট বিতরণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শত শত মানুষ এই বন্যায় আত্মহত্যা করেছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। বাদাখশান, বাঘলান, ঘোর ও হেরাত প্রদেশের অবস্থা খুবই খারাপ। এই এলাকায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার, আহতদের চিকিৎসা প্রদানসহ যাবতীয় কিছু দ্রুত করার নির্দেশ দিয়েছে সরকার ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন