চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত

অনলাইন ডেস্ক

১ মে, ২০২৪ | ৬:৫১ অপরাহ্ণ

হংকংয়ের মাটিতে প্রায় ১০ হাজারটি বজ্রপাত আঘাত হেনেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই আঘাত হেনেছে বলে জানিয়েছে শহরের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৯টা থেকে শুরু করে এক ঘণ্টায় পাঁচ হাজার ৯১৪টি বজ্রপাতের রেকর্ড করা হয়েছে।আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানিয়েছে, বুধবার সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ৯ হাজার ৪৩৭টি বজ্রাঘাত রেকর্ড করা হয়েছে। এই বজ্রপাতের বেশিরভাগই হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে আঘাত হেনেছে।

বজ্রপাতের কারণে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিলম্ব হয়েছিল। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, বজ্র ঝড়ে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটারে বিধ্বস্ত হয়ে গেছে।

এই অঞ্চলে এপ্রিল মাসে উচ্চ আর্দ্রতা থাকে। যা বর্ষা মৌসুম পর্যন্ত অগ্রসর হয়। তাই আকস্মিক বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকেন বাসিন্দারা। এবার দ্বীপটিতে দ্বিতীয় সর্বোচ্চ বজ্রাঘাত হেনেছে। পর্যবেক্ষকরা বলছেন, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন