চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি কারাগারে মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে,।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। 

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর বিরোধী নেতা হিসেবে প্রায় এক দশক আগে আলোচনায় আসেন নাভালনি। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। 

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আইকে-৩ কারাগারে হাঁটাহাঁটি করার পর অসুস্থবোধ করছিলেন নাভালনি। অসুস্থবোধ করার পর পরই নাভালনি অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসাকর্মীরা দ্রুতই উপস্থিত হয় এবং একটি অ্যাম্বুলেন্সকে ডাকা হয়। কারাগারটি মস্কো থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

কারা কর্তৃপক্ষ আরও বলেছে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও ইতিবাচক সাড়া আসেনি। অ্যাম্বুলেন্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যুর বিষয়টি পুতিনকে অবহিত করা হয়েছে।

 

 ২০২১ সালে জার্মানি থেকে স্বেচ্ছায় রাশিয়ায় ফেরার পর প্রশংসা অর্জন করেন নাভালনি। জার্মানিতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পশ্চিমা গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে, তাকে বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছিল।

 

ওই সময় নাভালনি বলেছিলেন, ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ায় তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল। ক্রেমলিন হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেছিল, তাকে বিষপ্রয়োগের কোনও প্রমাণ নেই।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন