মিসরের রাজধানী কায়রোর উত্তরে আমরেয়া শহরের কাছে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির মহাসড়কে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়ে, দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৫ জনকে নিহত এবং ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
ট্রাফিক অফিসাররা বলেছেন, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটানাটি কেন ঘটল, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, দ্রুতগতি, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের ফলে মিসরে প্রতিবছর সড়কে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়।
পূর্বকোণ/এসি