চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৪ | ১:৩০ অপরাহ্ণ

স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে চৌর্যবৃত্তি করার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চ শিক্ষামন্ত্রী সান্দ্রা বোর্চ। স্থানীয় সময় শুক্রবার তিনি পদত্যাগ করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী সান্দ্রা বলেন, ‘আমি খুব বড় ভুল করেছি। আমি সূত্র উল্লেখ না করেই বিভিন্নজনের লেখা গবেষণাটিতে ব্যবহার করেছি। আমি দুঃখিত।’

এর আগে নরওয়ের বিভিন্ন গণমাধ্যমে সান্দ্রা বোর্চের চৌর্যবৃত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যাতে বলা হয়, ২০১৪ সালে তার স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধের সঙ্গে দুই শিক্ষার্থীর গবেষণার মিল রয়েছে। তাদের গবেষণা রেফারেন্স হিসেবে ব্যবহার করেননি সান্দ্রা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে প্রথম তুলে আনেন এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘সান্দ্রা একটি গবেষণা থেকে হুবহু শব্দ নিয়েছেন এবং এমনকি তিনি সেখানকার ভুলগুলোও সংশোধন করেননি।’

পদত্যাগের বিষয়টি সান্দ্রার জন্য বিব্রতকর। কারণ তিনি গত সপ্তাহে অভিযোগকারী শিক্ষার্থীর করা মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সান্দ্রা স্নাতকোত্তর ডিগ্রির জন্য তেল শিল্পের নিরাপত্তা নিয়ে গবেষণা করেছিলেন।

গত বছরই উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন নরওয়ের সেন্টার পার্টির সদস্য সান্দ্রা। এর আগে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি নরওয়ের কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি বিভিন্ন বিতর্কের জেরে নরওয়ে সরকারের আরও বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন