আকাশসীমা লঙ্ঘনের কারণে প্রতিবেশী দেশ ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার জেরে দুই মুসলিম দেশের মধ্যে নজিরবিহীন উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো ইসলামাবাদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার পাকিস্তান বলেছে, আকাশসীমা লঙ্ঘনের ফলে দুই শিশু নিহত হয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাকিস্তান এই লঙ্ঘনের প্রকৃতি বা নির্দিষ্ট স্থানের কথা নিশ্চিত করেনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্রের দেওয়া বিবৃতিতে দুই শিশু নিহতের কথা উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, এই লঙ্ঘন পাকিস্তানের সার্বভৌমত্বের অপ্রীতিকর ও স্পষ্ট লঙ্ঘন এবং এটি অগ্রহণযোগ্য। এই বেআইনি কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।
ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর পাকিস্তানে এই হামলা চালালো ইরান। জইশ আল আদল এর আগে পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তবর্তী অঞ্চলের ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
ইরাকে হামলার পর বাগদাদও নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে পাকিস্তানে ফিরতে দেওয়া হবে না। তিনি এখন নিজ দেশ ভ্রমণে রয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ