চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

কাশ্মিরে আযান দেওয়ার সময় সাবেক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩ | ১:২৭ অপরাহ্ণ

জম্মু ও কাশ্মীরের বারামুল্লার একটি মসজিদে আযান দেওয়ার সময় সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাফিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (২৪ ডিসেম্বর) তাকে গুলি করে করে হত্যা করার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

কাশ্মীরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আযান দেওয়ার সময় অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাফির ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান তিনি।

 

গান্টমুল্লায় সন্ত্রাসী হামলার পরের পরিস্থিতি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক মাস ধরেই পুলিশকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। তারপর থেকেই পুলওয়ামা এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য স্থানে যানবাহন ও পথচারীদের চেকিং জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। শ্রীনগরের প্রধান প্রধান মোড়ে এবং শহরের বহির্গমন পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট