চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুয়েতের নতুন আমির প্রিন্স শেখ মেশাল

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ

কুয়েতের নতুন আমির হিসেবে প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (১৬ ডিসেম্বর) পূর্বসূরি শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ মৃত্যুর পর তার নাম ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতের মন্ত্রিসভায় প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর নাম রাখা হয়েছে।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাপক জনপ্রিয় শেখ নাওয়াফের মৃত্যুতে তার সৎ ভাই শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কাতারের আমিরের দায়িত্ব গ্রহণ করেছেন। তার বয়স ৮৩ বছর।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) মারা গেছেন। তিন বছর ক্ষমতায় থাকার পর তিনি মারা গেছেন বলে জানিয়েছে কাতারের দ্য রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

 

মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তাঁর বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল। এরমাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন