চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কারাগার থেকে উধাও পুতিন বিরোধী নেতা

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩ | ১১:২১ অপরাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

অ্যালেক্সি নাভালনি রাজধানী মস্কো থেকে ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি কারাগারে বন্দী ছিলেন। কিন্তু এখন তিনি কোথায় আছেন সেটি নিশ্চিত নয়।

সহিংস কর্মকাণ্ড, অর্থায়ন এবং অন্যান্য অপরাধ সংঘটিত করার অপরাধে গত আগস্টে নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই দণ্ডের আগেই প্রতারণার অভিযোগে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। যদিও নাভালনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। নাভালনির সমর্থকদের দাবি, প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করায় তাকে অবৈধ দণ্ডের মাধ্যমে আটকে রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন