চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আরও ৩০ ফিলিস্তিনির মুক্তি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

আরও ৩০ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েলের কারাগার থেকে। হামাস ও ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এই ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়। এর আগে ১০ ইসরায়েলিসহ আরও ১৬ বন্দির মুক্তি দেয় হামাস।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে।

এই কারামুক্তির পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২১০ জনে। অন্যদিকে এই চুক্তির অধীনে ৭০ জন ইসরায়েলিকে এবং অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন