ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বাসিন্দাদের ‘অপ্রয়োজনীয় দুর্ভোগ’ বন্ধ করার এবং ফিলিস্তিনি ছিটমহলটিতে বোমাবর্ষণ বন্ধ করতে ‘পূর্ণ যুদ্ধবিরতি’ করার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানান তালেবানের হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানের নারী শিক্ষা কর্মী মালালা। খবর আল জাজিরা।
পোস্টে তিনি বলেন, ‘গাজায় সাময়িক যুদ্ধবিরতির খবরে সেখানকার নারী ও শিশুদের জন্য কিছুটা স্বস্তি বোধ হচ্ছে। তবে আমি সাময়িক এ যুদ্ধবিরতিতে পুরোপুরি স্বস্তিতে নেই। কারণ শিগগিরই আবারও ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি শেষে প্রিয়জনের শোক নিয়েই গাজার শিশুরা আবারও জেগে উঠবে। আবারও খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দেবে। বাড়ি, রাস্তা এবং স্কুলে আবারও হামলার ও পুড়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে উঠবে শিশুরা।’
মালালা আরও জানান, ‘আমাদের অবশ্যই তাদের পক্ষে কথা বলতে হবে। একটি পূর্ণ যুদ্ধবিরতি এবং আরও মানবিক সহায়তা প্রয়োজন এবং এই অপ্রয়োজনীয় দুর্ভোগের অবসান হওয়া উচিত।’
পাকিস্তানে মাত্র ১৫ বছর বয়সে তালেবানের হামলার শিকার হন দেশটির নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ করা মালালা। তবে সে হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি এবং আরও জনপ্রিয়তা বেড়ে যায় মালালার।
পূর্বকেোণ/এসি