বাংলাদেশি মম এন্ড কিডস ক্লাব ইউএই’র উদ্যোগে পৌষ মেলা উপলক্ষে এক জম্পেস পিঠা পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে আমিরাতের রাস আল খাইমাহ’র ইয়াসমিন প্যালেসে। শনিবার (১৮ নভেম্বর) উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেলের সহধর্মিনী এবং বাংলাদেশ কন্স্যুলেট দুবাই লেডিস গ্রূপের সভাপতি আবিদা হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিম আফলাতুন সিআইপি। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মম এন্ড কিডস ক্লাবের উপদেষ্টা আসগর চৌধুরী, ইয়থ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইয়াসমিন ইসলাম মেরুনা সহ ক্লাবের মডারেটর ও কম্যুনিটি নেতৃবৃন্দ।
মম এন্ড কিডস ক্লাব এর প্রতিষ্ঠাতা ও এডমিন সীমা ইসহাক শফির সার্বিক তত্ত্বাবধানে এবং মডারেটর হাফিজা আখতার মুক্তার পরিচালনায় পৌষ মেলায় পিঠা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন এবং নানা ক্রীড়া প্রতিযোগিতা, পারিবারের সদস্যদের জন্য বিনোদনধর্মী বিভিন্ন মজাদার ক্রীড়া আয়োজন,র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় আসা নারী পুরুষ শিশু যুবাদেরকে উৎসবমুখর করে রাখে।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মম এন্ড কিডস ক্লাবের মডারেটর ও সংগঠকদের উত্তরীয় প্রদান করা হয়। এছাড়াও বিশিষ্ট কম্যুনিটি নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়।
পূর্বকোণ/বাপ্পী/ আরআর/পারভেজ