আফগানিস্তানে উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরে তালেবান জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছে। এতে কেউ নিহত হয়েছে কিনা জানা না গেলেও হামলার ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে।
পুল-ই-খুমরি নগরীর প্রাদেশিক স্বাস্থ্য বিষয়ক পরিচালক মহিবুল্লাহ হাবীবের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। হামলার পর বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে বলে রবিবার জানিয়েছেন কর্মকর্তাসহ তালেবানও। হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কয়েকজন তালেবান যোদ্ধার সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষ চলছে।
কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, কয়েকজন তালেবান যোদ্ধা কোনভাবে সদর দপ্তরে ঢুকে পড়েছিল। বাঘলান প্রাদেশিক পরিষদের সদস্য আসাদুল্লাহ শাহবাজ বলেছেন, সংঘর্ষ চলছে। এটি এখনো বন্ধ হয়নি।
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোতে হামলা জোরদার করেছে তালেবান জঙ্গিরা। যদিও তারা আফগানিস্তানে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেকদিন ধরেই সরাসরি আলোচনা করে আসছে।