চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ইসরায়েলের হামলায় আবারও অচল সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ইসরায়েল শনিবার রাতে সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার জেরে আন্তর্জাতিক এ বিমানবন্দরটির নিয়মিত কার্যক্রম পুনরায় বন্ধ হয়ে গেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি শত্রুরা লাটাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আকাশ হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ইসরায়েলের আকাশ হামলার শিকার হলো আলেপ্পো বিমানবন্দর। প্রথমবার গত বৃহস্পতিবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক এবং উত্তরের নগরী আলেপ্পোর বিমানবন্দরে হামলা চালালে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ক্ষতি সারিয়ে শনিবারই আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছিল। দামেস্ক বিমানবন্দর এখনো অচল হয়ে আছে।

হামলার বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন