চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত ও ১৫ জন আহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার জুমার নামাজের সময় এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে বলে জানায় তালেবান সরকার। খবর রয়টার্স।

বাগলান প্রদেশের কর্মকর্তা মাওলাভি হাশিমি বলেন, ‘বাঘলানের পুল ই খুমরি শহরে একটি শিয়া মসজিদে জুমা নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এ সময় সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।’ নিহতদের সবাই শিয়া বলে জানান তিনি।

রয়টার্স জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।

শুরু থেকেই আফগানিস্তানের তালেবান-চালিত প্রশাসনের বিরোধিতা করে আসছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সাম্প্রতিক মাসগুলিতে বেসামরিক, বিদেশী এবং তালেবান নিরাপত্তা বাহিনীর উপর একাধিক মারাত্মক হামলার দাবি জানিয়েছে গোষ্ঠীটি।

মূলত সুন্নি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীরা শিয়াদের ধর্মদ্রোহী বলে মনে করে থাকে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন